রবিবার, ১৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

‘ভিআইপিরা আসলে রাস্তার কাজ হয়’

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরশহরের স্টেশন সড়ক এলাকার প্রায় ৫০০ ফুট রাস্তা দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিদিন দেশ-বিদেশের পর্যটক শ্রীমঙ্গল রেল স্টেশনে নেমে এ রাস্তা দিয়েই শহরে প্রবেশ করেন। এছাড়া হাজার হাজার ট্রেনযাত্রীর যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়ক। এলাকার স্কুল-কলেজের শিক্ষাত্রীরাও ভাঙা এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হন।

স্থানীয়রা জানান, এলাকায় যখন কোনো ভিআইপিরা আসেন তখন তড়িঘড়ি করে নামমাত্র সংস্কার হয় রাস্তাটি। সাধারণ মানুষের কথা কেউ চিন্তা করেন না।

জানা যায়, গত ১৫ বছরে শ্রীমঙ্গলে ভিআইপি ব্যক্তিদের আগমন উপলক্ষে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) থেকে দুই এবং পৌরসভা থেকে এক বার সড়কটি সংস্কার করা হয়েছিল। সর্বশেষ আরএস ম্যাপে দেখা যায় রাস্তাটি রেলওয়ের।

সর্বশেষ খবর