রবিবার, ১৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মাগুরায় ২৩ কিলোমিটার রেললাইন হবে : রেলমন্ত্রী

মাগুরা প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী থেকে মাগুরা সদর উপজেলার রামনগর পর্যন্ত ২৩ কিলোমিটার নতুন রেললাইন নির্মিত হবে। যার মধ্যদিয়ে রেল যোগাযোগের আওতায় আসবে মাগুরা। রেলমন্ত্রী মুজিবুল হক এমপি গতকাল মাগুরা সদর উপজেলার রামনগর হাইস্কুল মাঠে জনসভায় সরকারি এ পরিকল্পনার কথা জানান। এর আগে মন্ত্রী রামনগরের সম্ভাব্য রেললাইনের জংশন এলাকা পরিদর্শন করেন। এ সময় রেলওয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাগুরা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি তানজেল হোসেন খান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার এমপি, মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহহাব এমপি, কামরুল লায়লা জলি এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাড. সাইফুজ্জামান প্রমুখ।

সর্বশেষ খবর