সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

রক্তের গ্রুপ নির্ণয়ে হাসপাতাল ও ক্লিনিকে দুই রকম ফল

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর সদর হাসপাতালে রক্তের গ্রুপ ভুল নির্ণয়ের অভিযোগ উঠেছে। এক প্রসূতিকে রক্ত দেওয়ার জন্য শনিবার তিন ব্যক্তি শরীয়তপুর সদর হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয় করতে যান। ওই তিন ব্যক্তি হাসপাতালের বাইরে দুটি ক্লিনিকেও গ্রুপ নির্ণয় করান। কিন্তু হাসপাতাল ও ক্লিনিকে দুই রকম ফল পাওয়া যায়। সদর হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, নড়িয়া উপজেলার নশাসন বেপারি কান্দি গ্রামের ফারুক হোসাইনের স্ত্রী রাহিমা শনিবার বাড়িতে জমজ সন্তান প্রসব করেন। রক্তক্ষরণ শুরু হলে তাকে সদর হাসপাতালে আনা হয়। চিকিৎসক দ্রুত রক্ত দেওয়ার পরামর্শ দেন। স্বজনরা সদর হাসপাতালের প্যাথলজি বিভাগে যান গ্রুপ নির্ণয় করতে। প্রসূতির ভাই শহীদুল ইসলামের রক্তের গ্রুপ নির্ণয়ে ফল আসে বি পজেটিভ। প্রসূতিরও বি পজেটিভ হওয়ায় দুজনের রক্ত ক্রসম্যাচিংয়ের জন্য স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়। সেখানে গ্রুপ ম্যাচিং না হওয়ায় দুজনের রক্ত আবার ক্লিনিকে গ্রুপ নির্ণয় করলে শহীদুল ইসলামের রক্ত ও পজিটিভ ফল পাওয়া যায়। এরপর সদর হাসপাতালে প্রসূতির স্বামী ও আরেক ভাইর রক্তের গ্রুপ পরীক্ষা করলে স্বামী ফারুকের এবি পজেটিভ, আর ক্লিনিকে আসে এ পজেটিভ। আর ভাই দেলোয়ারের ফল আসে হাসপাতালে এবি পজেটিভ ও ক্লিনিকে আসে এ পজেটিভ। হাসপাতাল ও ক্লিনিকে দুই রকম ফল আসায় স্বজনরা পড়েন দ্বিধাদ্বন্দ্বে। তাকে রক্ত দিতে বিলম্ব হতে থাকে। বিকাল ৪টার দিকে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে এক ব্যাগ বি পজেটিভ রক্ত সংগ্রহ করা হয়। তখন সেই রক্ত প্রসূতিকে দেওয়া হয়। সদর হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়কারী মেডিকেল টেকনোলজিস্ট আসলাম হোসেন বলেন, ‘আমাদের কোনো ভুল হয়েছে কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বিষয়টি পুনরায় পরীক্ষা করে দেখব।’ সিভিল সার্জন নির্মল চন্দ্র দাস বলেন, ওই ব্যক্তিদের রক্তের গ্রুপ আবার নির্ণয় করা হবে। হাসপাতাল ও ক্লিনিক যাদের ফল ভুল হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

সর্বশেষ খবর