সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

চার গ্রামে ১৬ দিন বিদ্যুৎ নেই

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া পৌরসভা ও ফাঁশিয়াখালী ইউনিয়নের চার গ্রামে ১৬ দিন ধরে বিদ্যুৎ নেই। এতে ভোগান্তিতে পড়েছেন পৌরসভার পশ্চিম দিগরপানখালী, ফাঁশিয়াখালী ইউপির দিগরপানখালী, উত্তর ঘুনিয়া ও দক্ষিণ ঘুনিয়ার এক হাজার গ্রাহক। জানা যায়, গত ১ থেকে ৪ জুলাই টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও পাহাড়ি ঢলে মাতামুহুরী নদীর তীর ভেঙে বিদ্যুতের চারটি খুঁটি নদীতে বিলীন হয়ে যায়। এরপর থেকেই বন্ধ রয়েছে ওই চার গ্রামে বিদ্যুৎ সরবরাহ। দিগরপানখালী এলাকার মাস্টার সুনিল বরণ দাশ জানান, ১৬ দিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই। স্কুল-কলেজে পরীক্ষা চলছে। দীর্ঘদিন বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এছাড়া ভ্যাপসা গরমের কারণে বৃদ্ধ ও শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। গরমে রাতে ঘুমানো যায় না। চকরিয়া পিডিবির আবাসিক প্রকৌশলী ফয়জুল আলিম আলো বলেন, ‘নদীতে বিলীন হওয়া খুঁটি উদ্ধারের পাশাপাশি বিকল্পভাবে নতুন লাইন সঞ্চালনের কাজ দ্রুত গতিতে চলছে। কয়েকদিনের মধ্যে এসব এলাকায় বিদ্যুৎ লাইন চালু হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর