সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা
অটোচালক-পুলিশ সংঘর্ষ মামলা

চেয়ারম্যানসহ গ্রেফতার ৪ লুণ্ঠিত রাইফেল উদ্ধার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় পুলিশ-সিএনজি অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। আসামি করা হয়েছে ১৭৫ জনকে। খৈয়াছড়া ইউপি চেয়ারম্যান জাহেদ ইকবালকে প্রধান করে মিরসরাই থানার পিএসআই জহির উদ্দিন একটি মামলা করেন। এতে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২৪ জনকে আসামি করা হয়। অপর মামলাটি করেন জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশের এএসআই জাকির হোসেন। এ মামলার আসামি ১০ জন।  শনিবার রাতে বড়তাকিয়া বাজারে খৈয়াছড়া ইউপি কার্যালয় থেকে চেয়ারম্যান জাহেদ ইকবালসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অন্যরা হলো চেয়ারম্যানের ভাই আশিক ইকবাল, আসলাম হোসেন ও রাশেদুল হক। একই রাতে বাজারের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে মিরসরাই থানার কনস্টেবল দীপু চাকমার কাছ থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। মিরসরাই থানার ওসি সাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। চেয়ারম্যানকে গ্রেফতারের পর তার সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা করলেও পুলিশের বাধার মুখে তা পারেনি। উল্লেখ্য, শনিবার বিকালে ইউপি চেয়ারম্যান অটোরিকশায় মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এএসআই জাকির অটোটি আটক করেন। জাহেদ ইকবাল নিজের পরিচয় দিয়ে অটোরিকশা ছাড়ার অনুরোধ করলে ওই পুলিশ সদস্য তাকে গালিগাল করেন এবং অটোরিকশাটি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ চেয়ারম্যানের। এ খবর বড়তাকিয়া বাজারের পৌঁছলে শত শত চালক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পুলিশ অবরোধ তুলে দিতে গেলে চালক ও গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ বাধে। আহত হন সাংবাদিক, পুলিশসহ অর্ধশত লোক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর