সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

যুবক হত্যায় একজনের ফাঁসি, যাবজ্জীবন ১

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীর রায়পাড়ায় যুবক আলামিন হত্যা মামলায় একজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরিন কবিতা আকতার গতকাল এ রায় ঘোষণা করেন। ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি হলেন আবদুল মালেক। আর জাহাঙ্গীর হোসেনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন। আদালত সূত্র জানায়, নসিমন-করিমনে চাঁদা তোলাকে কেন্দ্র করে ২০১৩ সালের ৫ আগস্ট সৎ মামা আবদুল মালেক এবং তার সহযোগীদের হাতে আলামিন খুন হন। নগরীর হড়গ্রাম কড়ইতলা এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। ওইদিন রাতেই মালেক ও জাহাঙ্গীরকে আসামি করে নগরীর রাজপাড়া থানায় হত্যা মামলা করেন আল-আমিনের বাবা আবদুল ওহাব। মামলায় মোট ১৫ জনকে সাক্ষী করা হয়। আদালত পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষেই এ রায় ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর