সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

‘দেশ ও জাতির উন্নয়নের ধারক বাহক হলেন গুণীরা’

দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, গুণীজনদের পরামর্শ ও আদেশ-নির্দেশ নিয়ে যে সব মানুষ পথ চলে সে পথ দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালিত করে। দেশ ও জাতির উন্নয়নের ধারক-বাহক হলেন গুণীজন।

শনিবার রাতে দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে শিল্পকলার বিভিন্ন শাখায় অসামান্য অবদানের জন্য জেলার ৫ জন গুণী শিল্পীকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনাজপুর শিল্পকলা একাডেমি এবার যে সব গুণী শিল্পীকে সম্মাননা প্রদান করে তারা হচ্ছেন— নাট্যকলায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত নাট্যকার শাহজাহান শাহ, কণ্ঠশিল্পী সিদ্দিকুর রহমান খান, লোক সংস্কৃতিতে আবদুর রহমান বয়াতি, চারুকলায় আখতারুন নাহার ও আবৃত্তিতে সিরাজাম মনিরা। জেলা প্রশাসক মীর খায়রুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. হামিদুল আলম, অধ্যক্ষ কাজী বোরহান উদ্দীন, মুক্তিযোদ্ধা শরিফুল আহসান লাল, চিত্ত ঘোষ, রেজাউর রহমান রেজু ও সুলতান কামাল উদ্দিন বাচ্চু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর