সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী, প্রকৌশলীকে গণধোলাই

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুকিপুর ইকরা মডেল একাডেমী থেকে সুকিপুর লতিফ ইঞ্জিনিয়ারের বাড়ি পর্যন্ত ১১০০ মিটার পাকা রাস্তা নির্মণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত হিসেবে এলাকাবাসী দাউদকান্দির উপ-সহকারী প্রকৌশলী ফারুক আহম্মেদকে গণধালাই দিয়েছেন। এছাড়া এলাকাবাসীর পক্ষে স্থানীয় এমপির কাছে অভিযোগ দিলে তিনি দাউদকান্দির ইউএনওকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। গণধোলাইয়ের বিষয়ে ফারুক আহম্মেদের কাছে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।

ইউএনও রুবাইয়াত জামান বলেন, ‘আমি সড়কটি পরিদর্শন করেছি। রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের সত্যতা মিলেছে। নিম্নমানের ওই সামগ্রী উঠিয়ে নিতে বলেছি ঠিকাদারকে।’ জানা যায়, ৬৮ লাখ টাকা ব্যয়ে কাজটি করছিলেন এসএফ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম। এর আগে একই ঠিকাদারী প্রতিষ্ঠানের করা গৌরীপুর-পেন্নাই সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজটি বাতিল করে দেন ইএনও।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর