সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

এক পলক

নিমের চারা বিতরণ

১ হাজার ২৫০ শিক্ষার্থীর মাঝে নিম গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল সকালে বীরগঞ্জের মরিচা ইউনিয়নের গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং আমিনা করিম বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ এবং বৃক্ষের চারা বিতরণ করেন ইউএনও মোহাম্মদ আলম হোসেন। বক্তারা বলেন, নিম ভারতবর্ষের একটি আদি গাছ। নানাবিধ ওষুধি গুণের কারণে এটি প্রাচীনকাল থেকে মানবদেহের নানাবিধ রোগ নিরাময়ের কাজে ব্যবহার হয়ে আসছে। বাড়িতে নিম গাছ থাকলে মশা-মাছির প্রকোপ কমে। নিম গাছ পরিবেশকে অধিকতর ঠাণ্ডা রাখে।

—দিনাজপুর প্রতিনিধি

চিকুনগুনিয়া বিষয়ে সভা

নওগাঁয় চিকুনগুনিয়া রোগ সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এই সভা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। নওগাঁর সিভিল সার্জন ডা. রওশন আরা খানমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান। সভায় জানানো হয় এখন পর্যন্ত নওগাঁয় কোনো চিকুনগুনিয়া রোগের দেখা পাওয়া যায়নি। এই রোগে আতঙ্কিত না হয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। —নওগাঁ প্রতিনিধি

পোলট্রি ব্যবসায়ীদের মতবিনিময়

নরসিংদীতে পোলট্রি ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময়  অ্যাসোসিয়েশনের নেতারা ঐক্যবদ্ধভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। শিবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ডে বোশরা হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওমর ফারুক মিয়া। প্রধান অতিথি ছিলেন আলহাজ আমান উল্লাহ। মেজবাহ উদ্দিন মেজোর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মনির হোসেন, শামীম মিয়া, সালাম সরকার, আবদুল আজীজ, ইউসুফ মিয়া, মোস্তফা মিয়া, মনির মিয়া, আফতাব উদ্দিন, তপন দেবনাথ। —নরসিংদী প্রতিনিধি

পুনর্মিলনী

কুমিল্লার দাউদকান্দির পৌর সদরের হাসানপুরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য ব্যারিস্টার নাঈম হাসানের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নেতা হাসান জামিল সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্যারিস্টার নাঈম হাসান। উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ভিপি অহিদ, আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন।—দাউদকান্দি প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর