সোমবার, ১৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পাঁচ দফা দাবিতে হরিজনদের স্মারকলিপি

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে হরিজন ঐক্য পরিষদের নেতারা। গতকাল দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, হরিজন সম্প্রদায় বংশপরম্পরায় পরিচ্ছন্নতা কর্মীর কাজ করে থাকে। কিন্তু বর্তমানে হরিজন সম্প্রদায়ের মানুষ ছাড়াও অন্য সম্প্রদায়দের মানুষ এসব কাজে নিয়োগ দেওয়া হচ্ছে। সব সিটি করপোরেশন ও পৌরসভার প্রথম থেকে কাজ করলেও এখন পর্যন্ত হরিজন সম্প্রদায়ের মানুষ স্থায়ী নিয়োগ পায়নি। কথায় কথায় চাকরিচ্যুত, ছাঁটাই ও কাজ থেকে বের করে দেওয়া হয়।  যৌবন থেকে মৃত্যু পর্যন্ত সিটি করপোরেশন ও পৌরসভায় কাজ করলেও খালি হাতে বিদায় নিতে হয়। এখনো পৌরসভার মাসিক বেতন সর্বনিম্ন ৮০০ টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার টাকা। এতে তারা পরিবার পরিজন নিয়ে অমানবিক কষ্ট ভোগ করছেন শিক্ষিত ছেলে-মেয়েরা যোগ্যতার সঙ্গে পড়াশোনা শেষ করে চাকরি পাচ্ছে না। পরীক্ষায় উত্তীর্ণ হলেও হরিজনদের কোটা না থাকার কারণে তারা নিয়োগ বঞ্চিত হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর