মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সিলেটে মেয়রের আচরণ নিয়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে মেয়রের আচরণ নিয়ে তোলপাড়

সিলেট নগরীর মীরবক্সটুলার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহ আবদুল আহাদকে মারধরের অভিযোগ উঠেছে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে। তবে আরিফ বিষয়টি অস্বীকার করেছেন। এ নিয়ে সিলেট নগরজুড়ে চলছে তোলপাড়। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। নগরীর নয়াসড়ক-চৌহাট্টা সড়ক সম্প্রসারণের জন্য কিছু জায়গা ছেড়ে দেওয়ার ব্যাপারে কথা বলতে গতকাল বিকাল ৩টার দিকে মীরবক্সটুলার সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে যান মেয়র আরিফুল হক চৌধুরী। তার সঙ্গে কয়েকজন কাউন্সিলর ছিলেন। এ সময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহ আবদুল আহাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আরিফ। উইমেন্স মেডিকেল কলেজের ভাইস চেয়ারম্যান বশির আহমদ বলেন, ‘মেয়র আরিফ ২০-২৫ জন লোক নিয়ে আবদুল আহাদের অফিসে প্রবেশ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি আবদুল আহাদকে চড়-থাপ্পড় মারেন এবং তাকে শাসিয়ে চলে যান।’ এ ব্যাপারে নগর ভবনে এক প্রেসব্রিফিংয়ে মেয়র আরিফুল হক চৌধুরী জানান, ‘উইমেন্স মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে পূর্ব আলোচনার পরিপ্রেক্ষিতে রাস্তা সম্প্রসারণের ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু তারা ন্যূনতম সৌজন্যতা দেখায়নি। উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। এটা আমার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের একটি অংশ।

সর্বশেষ খবর