মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পাখির অভয়ারণ্য সৃষ্টির লক্ষ্যে হাঁড়ি বিতরণ

ধামরাই প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিলুপ্তপ্রায় পাখির অভয়ারণ্য সৃষ্টির লক্ষ্যে সোমবার  ঢাকার ধামরাই সুতিপাড়ায় ফারমার্স ট্রেনিং সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআইয়ের উদ্যোগে গ্রামে গাছে গাছে হাঁড়ি বাঁধা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এসময় মধুডাঙ্গা সোস্যাল ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের তরুণদের কাছে শতাধিক হাঁড়িও  হস্তান্তর করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও এসডিআইয়ের সভাপতি প্রফেসর ড. আবুল হোসেনের সভাপতিত্বে হাঁড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জী। বিশেষ অতিথি ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের, এসডিআইয়ের  নির্বাহী পরিচালক সামছুল হক প্রমুখ। পরে দুই শতাধিক দরিদ্র চক্ষু রোগীকে   বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করেন।

সর্বশেষ খবর