বুধবার, ১৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পাহাড় ধসের কারণে কাপ্তাই হ্রদ নাব্যতা হারাচ্ছে

রাঙামাটি প্রতিনিধি

‘রাঙামাটিতে পাহাড় ধসের কারণে কাপ্তাই হ্রদের নাব্যতা হ্রাস পাচ্ছে। বিশেষ করে পাহাড়ি মাটির কারণে ভরাট হয়ে যাচ্ছে হ্রদ। এবার বর্ষার কারণে রাঙামাটির প্রায় ৪৫টি পুকুর ও ৪৯টি ক্রিক ধসে গেছে। মারাত্মক হুমকির মুখে পড়েছে কাপ্তাই হ্রদের মাছের প্রাকৃতিক প্রজনন। হ্রদ ও মাছ রক্ষায় হ্রদের নিচে যে পাঁচটি বহমান নদী আছে সেগুলো দ্রুত খনন প্রয়োজন।’ রাঙামাটি মত্স্য উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে গতকাল বাংলাদেশ মত্স্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি ব্যবস্থাপক কমান্ডার আসাদুজ্জামান এ কথা বলেন। জেলা মত্স্য কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও বক্তৃতা করেন, বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউট রাঙামাটি নদী উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী বেলাল উদ্দিন, সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা আবুবকর সিদ্দিক। আসাদুজ্জামান আরও জানান, স্মরণকালের ভয়াবহ ভূমিধস হয়েছে এবার রাঙামাটিতে।

সর্বশেষ খবর