বুধবার, ১৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর বিভিন্ন প্রকল্প উদ্বোধন

কুমিল্লা প্রতিনিধি, স্বর্ণদ্বীপ থেকে ফিরে

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর বিভিন্ন প্রকল্প গতকাল উদ্বোধন করেছেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এ সময় সিইসির রোডম্যাপ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তারা নেগেটিভ হলে আমরা পজেটিভ। তারা পজেটিভ হলে আমরা নেগেটিভ। এটাই তো আমাদের রাজনীতি।’ মহাজোটের অংশ জাপা (মঞ্জু) চেয়ারম্যান আরও বলেন, ‘স্বর্ণদ্বীপে আরো একটি বাংলাদেশ গড়ে উঠছে। এটার উন্নয়নে আমরা আরো সহযোগিতা করবো।’ মন্ত্রী স্বর্ণদ্বীপ-২ এ গাছের চারা রোপণ এবং ডেইরি ফার্ম ও প্রস্তাবিত শেখ হাসিনা সেনানিবাস পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন— কুমিল্লা এরিয়া কমান্ডার ও ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল রাশেদ আমিন, এমএন্ডকিউ পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুন অর রশিদ, প্রধান বন সংরক্ষক সফিউল আলম চৌধুরীসহ বন মন্ত্রণালয় ও সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা।

সর্বশেষ খবর