শিরোনাম
বুধবার, ১৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ধামরাইয়ে দলীয় কোন্দল নিরসন চায় তৃণমূল

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে দলীয় কোন্দল নিরসন চান আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা। তারা দ্রুত কোন্দল মিটিয়ে গ্রামীণ জরিপে এগিয়ে থাকা নেতাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চান। নেতা-কর্মীদের আশঙ্কা— দলীয় কোন্দল মিটাতে না পারলে এর সুযোগ নেবে বিএনপি। জানা গেছে, ধামরাই উপজেলায় বর্তমান এবং সাবেক এমপি— দুই বলয়ে বিভক্ত। এক পক্ষের দাবি— ‘উপজেলা আওয়ামী লীগ সভাপতি এমএ মালেক এমপি গত সাড়ে তিন বছরে বংশী নদীর উপর প্রায় ১৮টি সেতুসহ ব্যাপক উন্নয়ন করেছেন। মাঠপর্যায়ে বিভিন্ন সভা-সমাবেশ করে নেতা-কর্মীদের চাঙ্গা করে তুলেছেন। ফলে জেলা পরিষদের সদস্য, পৌরমেয়র ও সব ইউনিয়নের চেয়ারম্যানের পদ আওয়ামী লীগের দখলে।’ বর্তমান এমপি পক্ষের অভিযোগ— জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ— এমপি থাকাকালীন নেতা-কর্মীরা এতটা সক্রিয় ছিলেন না। ওই সময়কালে ইউপি নির্বাচনে তার নিজ ইউনিয়নসহ ধামরাইয়ের ১৬টি ইউনিয়নের বেশির ভাগ চেয়ারম্যান ও পৌরসভার মেয়রও ছিল বিএনপির।  এমপি এমএ মালেক জানান, ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা, মন্দির ও বংশী নদীর কয়েকটি সেতু নির্মাণের ফলে প্রত্যন্ত অঞ্চলের জীবনযাত্রায় গতি এসেছে। সাবেক এমপি বেনজীর আহমদ জানান, আমার সময়েও ৬২৩ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি।

সর্বশেষ খবর