বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

একটি ঘরের জন্য হচ্ছে না সেতুর সংযোগ সড়ক

আমতলী প্রতিনিধি

একটি ঘরের জন্য হচ্ছে না সেতুর সংযোগ সড়ক

বরগুনার আমতলী উপজেলার গোজখালী বাজারের সেতুর সংযোগ সড়ক নির্মাণ কাজ একটি ঘরের কারণে বন্ধ রয়েছে বলে জানা গেছে। ঘরটি সরানোর দাবিতে গতকাল মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছেন এলাকাবাসী। আমতলী এলজিইডি অফিস সূত্রে জানা যায়, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী বাজারের সেতু ও সড়ক নির্মাণে ২০১৫ সালে তিন কোটি ২১ লাখ ৬৭ হাজার টাকা দরপত্র আহ্বান করা হয়। সেতু ও সড়ক নির্মাণ কাজ পায় বরিশালের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লুত্ফুল কবির। ইতিমধ্যে সেতুর মূল কাজ সম্পন্ন হয়েছে। সংযোগ সড়কের জমিতে স্থানীয় আবু তাহের ১০ বছর আগে অবৈধভাবে ঘর বানিয়ে ব্যবসা করছেন। সেতুর কাজ শেষ হওয়ার পর এখন ঘরটির কারণে সংযোগ সড়কের কাজ করতে পারছে না ঠিকাদারী প্রতিষ্ঠান। বার বার বলা হলেও ঘর সরাচ্ছেন না আবু তাহের। ফলে দীর্ঘদিনে সংযোগ সড়ক না হওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। গোজখালী বাজার কমিটির সভাপতি শহিদুল ইসলাম পান্না বলেন, ‘একটি ঘরের জন্য হাজার হাজার মানুষের ভোগান্তি পোহাচ্ছেন।’ বাজারের রাজিয়া বেগম বলেন, ‘ঘরটি সরানোর জন্য এলাকাবাসী বললেও মালিক কারো কথা শুনছেন না।’ অভিযুক্ত আবু তাহের মিয়া সরকারি জমিতে ঘর নির্মাণের কথা স্বীকার করে বলেন, ‘সড়ক নির্মাণের জন্য ঘর ভেঙে প্রয়োজনীয় জমি ছেড়ে দেব।’ আমতলীর ইউএনও মুশফিকুর রহমান বলেন— ‘এলাকাবাসী আমার কাছে একটি অভিযোগ করেছেন। ঘরের মালিককে সরকারি জমি ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর