বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পাইরেসি চক্রের ১৮ সদস্য আটক, সরঞ্জামাদি জব্দ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাসসাফ শপিং কমপ্লেক্স ও সোনারগাঁও উপজেলার কাঁচপুর থেকে পাইরেসি চক্রের ১৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় বিপুল পরিমাণ সিডি, কম্পিউটারসহ সরঞ্জামাদি জব্দ করা হয়। মঙ্গলবার রাত ১০টা থেকে গতকাল ভোররাত পর্যন্ত র‌্যাব-১১ এবং চলচ্চিত্রে অশ্লীলতা ও পাইরেসিবিরোধী টাস্কফোর্স টিম এ অভিযান চালায়। গতকাল দুপুরে সিদ্ধিরঞ্জের আদমজিতে র‌্যাব-১১ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃতদের ও উদ্ধার সরঞ্জামাদি গণমাধ্যমের সামনে হাজির করা হয়। এ সময় চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ, অভিনেতা অমিত হাসান, ডন, কণ্ঠশিল্পী পথিক নবী প্রমুখ উপস্থিত ছিলেন। র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান জানান, একটি সংঘবদ্ধ চক্র সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমার স্বত্ব ক্রয় ছাড়াই পাইরেসি করে সংশ্লিষ্ট সিনেমার নির্মাতা/প্রযোজক এবং চিত্রশিল্পীদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে আসছে। এ পরিপ্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জের কাসসাফ শপিং কমপ্লেক্স, সোনারগাঁয়ের কাঁচপুরে লাভলী সিনেমা হল এবং আমন্ত্রণ সিনেমা হলে অভিযান চালায় র‌্যাব। জব্দ সরঞ্জামের মধ্যে রয়েছে— ২৭টি মনিটর, ৩০টি কম্পিউটারের সিপিইউসহ স্পিকার, কি-বোর্ড সিডি, পেনড্রাইভ।

সর্বশেষ খবর