বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

চার পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে হত্যার অভিযোগ

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারের শ্যামপুর এলাকায় বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার পর ব্যবসায়ী ইসমাইল হোসেনের লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। বিরুলিয়া ক্যাম্পের এসআই তরিকুল ইসলাম ও তিন কনস্টেবলসহ ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত সাতজনের বিরুদ্ধে মঙ্গলবার মামলাটি করেন ইসমাইলের স্ত্রী লিমা। বিচারক মামলা এজাহার হিসেবে গ্রহণের জন্য সাভার মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। অন্য আসামিদের মধ্যে রয়েছেন— কনস্টেবল বাবুল হোসেন, মহাসিন মিয়া ও শামীম হোসেন। এসআই তরিকুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি বিরুলিয়ার শীর্ষ সন্ত্রাসী আলামিনকে গ্রেফতার করতে যাই। সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশের পাল্টা গুলিতে নিহত হয় ইসমাইল। মামলার অভিযোগে জানা যায়, গত ৮ জুন রাতে ইসমাইল হোসেনকে শ্যামপুরে তার বাড়ি থেকে ডেকে নেয় আসামিরা। ওই রাতে লিমা খবর পান, তার স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে।

সর্বশেষ খবর