শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

অজ্ঞাত রোগে আক্রান্ত শিশুটি ঢাকায়

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলার প্রত্যন্ত গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত শিশু আলিমুন শেখকে (৯) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শিশুটিকে গতকাল বিকালে বাগেরহাট সদর হাসপাতাল থেকে ঢাকার নিউরো সায়েন্স ইনস্টিটিউটে স্থানান্তর করা করা হয়। আলিমুন কচুয়া উপজেলার সোনাকান্দর গ্রামের দিনমজুর আজাহার শেখের ছেলে। সে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত একটি মক্তবের শিশু শ্রেণির ছাত্র।

জানা যায়, জাহিদুল ইসলাম নামে স্থানীয় এক চিকিৎসক অজানা রোগে আক্রান্ত শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে ভাইরাল হয়। পরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন আলিমুলের বাড়ি গিয়ে তাকে বাগেরহাট হাসপাতালে ভর্তি করতে জেলা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদককে নির্দেশ দেন। স্থানীয় নেতারা শিশুকে গত সোমবার সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিন সদস্যের মেডিকেল বোর্ড রোগ শনাক্ত করতে ব্যর্থ হয়। এসএম জাকির হোসেন বিষয়টি প্রধানমন্ত্রীকে জানালে শিশুটিকে ঢাকায় পাঠিয়ে দিতে বলেন। বাগেরহাট সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ সাঈদ আহমেদ বলেন, ‘ছাত্রলীগ নেতারা শিশুটিকে হাসপাতালে ভর্তির পর বহু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বাগেরহাটে তার চিকিৎসা দেওয়া সম্ভব না। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাগেরহাট থেকে ঢাকা পাঠানো হয়েছে।’

সর্বশেষ খবর