শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কলেজ ভবন নির্মাণে রডের সঙ্গে বাঁশ!

ফারুক তাহের, বান্দরবান

বান্দরবান সরকারি মহিলা কলেজের একাডেমিক ভবন নির্মাণে রডের সঙ্গে বাঁশ ব্যবহার করা হচ্ছে। শ্রমিকরা দেয়াল মজবুত করতেই বাঁশ ব্যবহারের কথা জানালেও নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। জানা যায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৮১ লাখ টাকা ব্যয়ে জেলা সদরের বালাঘাটায় বান্দরবান সরকারি মহিলা কলেজের একাডেমিক ভবন সমপ্রসারণ কাজ চলছে। কাজটি করছেন স্থানীয় ঠিকাদার তাপস দাশ। সরেজমিন গিয়ে দেখা যায়, নির্মাণ শ্রমিকরা দেয়াল ঢালাই দেওয়ার আগে রডের সঙ্গে বাঁশের লম্বা লম্বা ফালি বেঁধে দিচ্ছে। কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া বলেন, একটি প্রতিষ্ঠানে এ ধরনের কাজ করা উচিত নয়। তাপস দাশ জানান, রডের পরিবর্তে বাঁশ দেওয়া হচ্ছে না। দেয়াল টেকসই করতে লোহার সঙ্গে বাঁশ ব্যবহার করা হচ্ছে। অভিযোগ উঠায় বাঁশ খুলে ফেলতে বলেছি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের সহকারী প্রকৌশলী নুর হোসেন বলেন, ‘ঠিকাদারকে বাঁশ ব্যবহার করতে বলিনি। হয়তো শ্রমিকরা না বুঝে করেছে। বাঁশ খুলে ফেলার নির্দেশ দিয়েছি।’

সর্বশেষ খবর