শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

এক পলক

ডোবার পানিতে গৃহবধূর মৃত্যু

 

গাজীপুরের শ্রীপুরে সরকারি ডোবার পানিতে ডুবে ফাতেমা আক্তার (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ স্থানীয় রফিকুল ইসলামের স্ত্রী এবং চরদমদমা গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের চরদমদমা গ্রামে এ ঘটনা ঘটে। —শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

 

 

পিত্জা হাটের টাকা ছিনতাই

সাভারে কেএফসি ও পিত্জা হাটের প্রায় এক লাখ টাকা ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পিত্জা হাটের এক কর্মকর্তা দুপুরে আড়াই লাখ টাকা নিয়ে ঢাকা ব্যাংকের সাভার শাখায় যান। ওই ব্যাংকে ১ লাখ ৬৯ হাজার টাকা জমা রেখে বাকি টাকার নোট পরিবর্তনের জন্য পাশের ন্যাশনাল ব্যাংকে যাচ্ছিলেন। মাহতাব প্লাজার সামনে পৌঁছলে কয়েক যুবক ওই কর্মকর্তাকে ঘিরে ধরেন। একপর্যায়ে তাদের একজন ব্যাগে থাকা ৮১ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়ে যান।

—সাভার প্রতিনিধি

 

ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

পাঠ্যবই পর্যালোচনায় বিতর্কিত কমিটি বাতিলের দাবি ও সিলেবাস পুনর্বহালের অপচেষ্টার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সিদ্ধিরগঞ্জ থানা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্স এলাকায় গতকাল এ মানববন্ধন করা হয়। খন্দকার মুহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শেখ             মুহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ মিল্লাত হোসেন ও মুহাম্মদ বায়জিদ হাসান  সোহান প্রমুখ। —সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

 

সন্ত্রাসবিরোধী সমাবেশ

গাজীপুরের টঙ্গী এরশাদ নগর এলাকায় টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর উদ্যোগে গতকাল সন্ধ্যায় মাদক, সন্ত্রাসবিরোধী মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা ভুট্টো, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, স্থানীয় কাউন্সিলর বাদল হোসেন, কামরুল হাসান দিপু, রশিদ ও মানবাধিকার কর্মী রাবেয়া খাতুন প্রমুখ।

—টঙ্গী প্রতিনিধি

 

বিএনপির সদস্য সংগ্রহ ফরম বিতরণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে স্থানীয় আশিক সুপার মাকের্টের চত্বরে থানা বিএনপির সভাপতি প্রার্থী ও সাবেক বিআরডিবির চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু’র উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাবিবুর রহমান হাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি লুত্ফর রহমান আব্দু।

—আড়াইহাজার প্রতিনিধি

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর