শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বর্ষায় নৌকা শুষ্ক মৌসুমে সাঁকোই ভরসা

তিন জেলার মানুষের দুর্ভোগ

দিনাজপুর প্রতিনিধি

বর্ষায় নৌকা শুষ্ক মৌসুমে সাঁকোই ভরসা

খেয়া নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে আত্রাই নদী পার হচ্ছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ —বাংলাদেশ প্রতিদিন

আত্রাই নদীর উপর সেতু নির্মাণ ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। ব্রিজটি হলে দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার মধ্যে সেতুবন্ধ তৈরি হতো। কিন্তু আজও সেতু নির্মাণ হয়নি। ফলে বর্ষায় নৌকা আর শুষ্ক  মৌসুমে বাঁশের সাঁকোই এ অঞ্চলের লক্ষাধিক মানুষের একমাত্র ভরসা। জানা যায়, আত্রাই নদীর উপর একটি সেতু না থাকায় লক্ষাধিক মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পেলে প্রবল স্রোতে খেয়া নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। এ সময় প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। দিনাজপুরের বীরগঞ্জ উপজলোর শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী চৌরাস্তা মোড় থেকে আত্রাই নদী পার হয়ে পূর্ব-দক্ষিণে নীলফামারী ১৭ কি.মি আর আত্রাই নদীর পশ্চিমে ঠাকুরগাঁও ২২ কি.মি দূরে। খানসামার আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘জয়গঞ্জ ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হয়। এখানে সেতু হলে এ অঞ্চলের বড় বড় হাটে পণ্যসামগ্রী সহজে সরবরাহ করা যেত।

সর্বশেষ খবর