শিরোনাম
শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কলারোয়ায় সড়কের বেহাল দশা, ভোগান্তি

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

কলারোয়ায় সড়কের বেহাল দশা, ভোগান্তি

কার্পেটিং উঠে খানা-খন্দে ভরা কলারোয়া উপজেলার দমদমা পাকা সড়ক

ভারী ও মাঝারি বৃষ্টিতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার দমদমা পাকা সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। এতে সোনাবাড়িয়া, চন্দনপুর, হেলাতলা, কেঁড়াগাছি, লাঙ্গলঝাড়া, কেরালকাতা ইউনিয়নের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।

সরজমিনে দেখা গেছে, পানি-কাদা, খানা-খন্দে পাকা সড়কটির বেহাল অবস্থা। প্রায়ই ছোট-ছোট দুর্ঘটনার কথা শোনা যায়। পণ্যবাহী ভারী যানবাহন চলাচল করায় সড়কের গর্তগুলো ক্রমশ বিস্তৃত ও গভীর হচ্ছে। সরেজমিনে সড়কটি ঘুরে দেখা যায় ভাঙন শুরু মূলত কলারোয়া পৌরসভার তুলসীডাঙ্গা হাতিভাঙা কালভার্ট থেকে। এরপর কদম আলি মেস হয়ে পৌরসভার শেষ সীমা কানিপাড়া পর্যন্ত সড়কে অসংখ্য ভাঙন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, রাস্তাটি তিনি সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন।

সর্বশেষ খবর