শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মানিকগঞ্জে কুকুরের কামড়ে অর্ধশতাধিক ব্যক্তি আক্রান্ত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহত  হয়েছে শতাধিক ব্যক্তি। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে আক্রান্ত অর্ধ-শতাধিক ব্যক্তি মানিকগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে। একসঙ্গে এত রোগীর চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষও হিমশিম খাচ্ছে। হঠাৎ কুকুর আক্রমণে আতঙ্কিত হয়েছে এলাকার মানুষ। সকাল সাড়ে নয়টা থেকে জেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসতে থাকে একে একে আক্রান্তরা। মুহূর্তের মধ্যেই হাসপাতাল চত্বরে ভরে যায় আক্রান্ত মানুষে। হঠাৎ করে   পিছন থেকে এসে  কামড় দিয়ে  ক্ষতবিক্ষত করেছে মানুষের শরীরের বিভিন্ন অংশ। হাসপাতালের চিকিৎসকরা জানান, একসঙ্গে এত রোগী তারা এর আগে দেখেনি। আক্রান্তদের ক্ষত স্থানে ধুয়ে মুছে পরিষ্কার করে ইনজেকশন দেওয়া হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাজেরা খাতুন বলেন, আক্রান্তদের প্রত্যেককে জলাতঙ্ক প্রতিরোধে ইনজেকশন দেওয়া হচ্ছে। 

 

সর্বশেষ খবর