শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

‘প্রতিভা থাকলে তা বিকশিত হবেই’

দিনাজপুর প্রতিনিধি

ভারতের মতো একটি দেশে দলিত জনগোষ্ঠী থেকে রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এ কথা উল্লেখ করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, প্রতিভাকে কখনো দাবিয়ে রাখা যায় না। কারণ প্রতিভা থাকলে তা বিকশিত হবেই। পশ্চাৎপদ জনগোষ্ঠীর মানুষ হয়েও কোবিন্দ ভারতের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে ভারত শাসন করবেন। তাই আমরা আমাদের যোগ্যতায় বাংলাদেশকে শাসন করব এ চিন্তা যেন আমাদের মধ্যেও জাগ্রত হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, ওসি মো. মনসুর আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার মিত্র প্রমুখ।

সর্বশেষ খবর