শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

৩৩ ফেসবুক আইডির বিরুদ্ধে জিডি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফেসবুক আইডির মাধ্যমে কসবা-আখাউড়ার গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে স্ট্যাটাস দেওয়া হচ্ছে। এমন অভিযোগ এনে ৩৩টি ফেসবুক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কসবা থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু জাহের।  জিডিতে তিনি উল্লেখ করেন, কসবা গরু চোরদের খবর ও কসবা আউট নামে দুটি ফেসবুক আইডি থেকে তার ছবি ব্যবহার করে অপপ্রচার ও মানহানিকর বক্তব্য লিখছে। এ ছাড়া আরও ৩১টি আইডি থেকে সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার করে মানহানি ও ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে। জিডির সঙ্গে ফেসবুক স্ট্যাটাসের কিছু কপি জুড়ে দেন আবু জাহের।

সর্বশেষ খবর