শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

গাজীপুরে পুড়িয়ে দেওয়া হয়েছে জুয়ার প্যান্ডেল

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও র‍্যাবের সহযোগিতায় গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় বনবিলাস হোটেলের পিছনে জুয়া-হাউজি ও অশ্লীল নৃত্যের আসরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় জুয়া ও অশ্লীল নৃত্যের সঙ্গে জড়িত থাকার অপরাধে হাতেনাতে ৩৪ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আটকদের মধ্যে ২১ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছে। জুয়ার আসর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে র‍্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম এবং র‍্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মহিউল ইসলাম এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত হোতাপাড়া এলাকায় জুয়া ও অশ্লীল নৃত্যের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও র‍্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প। র‍্যাব-১ এর গোয়েন্দা তৎপরতা ও গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেটের অনুরোধে এ অভিযানে র‍্যাব অংশগ্রহণ করে। অভিযানে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম, র‍্যাব-১ এর উত্তরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হানিফ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মোর্তাহীন বিল্লাহ, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম কুদরত-এ-খুদা ও মো রাসেল মিয়া উপস্থিত ছিলেন।

পাশাপাশি বিপুল সংখ্যক র‍্যাব সদস্য এই অভিযানে সর্বাত্মক সহযোগিতা করেন।

অভিযানে জুয়ায় ব্যবহূত ১৯টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকার ও ৮৯ হাজার ২৫৪ টাকা জব্দ করা হয়েছে। আটক আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর