রবিবার, ২৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

লাইন মেরামতকালে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ, প্রাণ গেল দুজনের

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট বিদ্যুৎ বিভাগের ভুলে আবারো প্রাণ গেল দুই ইলেক্ট্রিশিয়ানের। বিকালে লাইন মেরামতকালে শুক্রবার রাতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যান তারা। নিহতরা হলেন— কালীগঞ্জ উপজেলার চাপারতল এলাকার মনসুর আলীর ছেলে রুবেল মিয়া (২২) ও আব্দুর জব্বার আলীর ছেলে মোরসালিন (২৩)। ৪-৫ মাস আগে হাতীবান্ধায় একইভাবে প্রাণ গেছে চার ইলেক্ট্রিশিয়ানের। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা বানিনগরে নিয়ন্ত্রণহীন একটি ট্রাকের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে হাতীবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের ৩৩ হাজার কেভি লাইনের একটি খুঁটি হেলে সংযোগ বিকল হয়। রাত ৯টার দিকে স্থানীয় ইলেক্ট্রিশিয়ানদের কিছু টাকার বিনিময় পিলার ঠিক করার জন্য নেওয়া হয়। মেরামত করতে ইলেক্ট্রিশিয়ান রুবেল ও মোরসালিনকে খুঁটির উপর উঠেন। এ সময় সেখানে বিদ্যুৎ বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। কাজ চলা অবস্থায় হঠাৎ ৩৩ হাজার কেভির ওই লাইন চালু করলে রুবেল ও মোরসালিন বিদ্যুত্স্পৃষ্ট হন। স্থানীয়রা কালীগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়ারসহ কর্মীরা গাড়ি ফেলে পালিয়ে যান। হাতীবান্ধা বিদ্যুৎ বিপণন ও বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলী রফিকুল ইসলামের মুঠোফোন বন্ধ থাকায়  এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সর্বশেষ খবর