রবিবার, ২৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় বাবা ও দুই সন্তানসহ নিহত ১৬

প্রতিদিন ডেস্ক

আট জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সিরাজগঞ্জে বাবা-দুই ছেলে মেয়ে ও এক ইউপি চেয়ারম্যানসহ মারা গেছেন ছয়জন। এছাড়া গাজীপুর, লালমনিরহাট, বগুড়া, ফরিদপুর, যশোর, ময়মনসিংহ ও দিনাজপুরে প্রাণ গেছে দুই শিশুসহ ১০ জনের। শুক্রবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— সিরাজগঞ্জ : হাটিকুমরুল গোলচত্বর মোড়ে লরিচাপায় পিতা ও দুই ছেলে-মেয়ের মৃত্যু হয়েছে। গত রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— সলঙ্গার কাচিয়ার চর গ্রামের রওশন আলী (৩৫) ও তার দুই ছেলে মেয়ে। এ ঘটনায় রওশনের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। এদিকে তাড়াশ উপজেলার নওগাঁ ইউপি চেয়ারম্যান ও তাড়াশ বিএনপির সহ-সভাপতি এসএম আমিরুল ইসলাম (৫০) বাসচাপায় নিহত হয়েছেন। সদর উপজেলার চারাবটতলায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। কাজিপুর উপজেলার রৌহাবাড়ীতে গতকাল ভোরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত ও পাঁচ যাত্রী আহত হয়েছেন। গাজীপুর : ডাচ বাংলা মোবাইল ব্যাংকের বিক্রয় প্রতিনিধি লেলিন মোল্লা মনির (৩৩) বিভিন্ন এজেন্ট পয়েন্ট থেকে টাকা নিয়ে গতকাল মোটরসাইকেলে শ্রীপুর ফিরছিলেন। পথে একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এদিকে ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে গাড়ির ধাক্কায় জাকির (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এছাড়া লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকচালক আজিজার ও পথচারী পারভেজ, বগুড়ার শাজাহানপুরে বুলু মিয়া ও জালাল নামে দুজন, ফরিদপুরে ট্রাকচালক হানিফ, যশোর-ঝিনাইদহ সড়কের বারীনগরে সোহেল ও সুজন নামে দুই যুবক, ময়মনসিংহের হালুয়াঘাটে পাপিয়া আক্তার মসতুরা (৯) নামে এক শিশু, দিনাজপুরের পার্বতীপুরের মোস্তাকিম নামে আরেক শিশুর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর