শিরোনাম
সোমবার, ২৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে কাদির মোল্লা সিটি কলেজ

নরসিংদী প্রতিনিধি

ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে কাদির মোল্লা সিটি কলেজ

নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের আনন্দ-উল্লাস

এইচএসসি পরীক্ষায় এবারও ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। কলেজটিতে এবার পাসের হার ৯৯ দশমিক ৭৩ শতাংশ। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ২৯৩ জন জিপিএ-৫ পেয়েছেন। ফল প্রকাশ হলে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন কলেজের শিক্ষার্থী-শিক্ষকরা। কলেজটি ২০১২, ১৩ ও ১৪ সালে ঢাকা বোর্ড তথা সারা দেশে সেরা বিশে দ্বিতীয় স্থান অধিকার করে। ২০১৫ ও ১৬ সালে শতভাগ পাসসহ সেরা সাফল্য দেখায়। ২০০৯ সালে শতভাগ পাসের হার নিয়ে ঢাকা বোর্ডে পঞ্চম ও সারা দেশে ষষ্ঠ হয়। এছাড়া ২০১০ সালে ঢাকা বোর্ডে সপ্তম স্থান অধিকার করে। এ বছর কলেজটিতে ৭৪০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে ২৯৩ জন জিপিএ-৫ পেয়েছেন। অকৃতকার্য হয়েছেন মাত্র দুজন। বাকিরা পেয়েছেন-এ। এবারের ফল নিয়ে অধ্যক্ষ ড. মশিউর রহমান বলেন, ‘গত বছরের তুলনায় এবার আমাদের কলেজের ফল আশাতীতভাবে একটু কম হলেও সারা দেশের সঙ্গে তুলনা করলে আমরা ধারাবাহিক সাফল্য ধরে রেখেছি। আগামী দিনে আরো ভাল করার স্বপ্ন দেখি।’

সর্বশেষ খবর