সোমবার, ২৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

‘২০০৮ সালে দেশে প্রথম চিকুনগুনিয়া শনাক্ত হয়’

ময়মনসিংহ প্রতিনিধি

‘বাংলাদেশে প্রথম রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ২০০৮ সালে শনাক্ত হয় চিকুনগুনিয়া। পরে ২০১১ সালে এবং সবশেষ চলতি বছর এই রোগ মহামারী আকার ধারণ করে ঢাকায়। যেখানে প্রতি ১১ জনে একজন আক্রান্ত হচ্ছেন।’ গতকাল দুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভটেরিনারি অনুষদে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট প্রস্তাব শীর্ষক আলোচনায় এ তথ্য উঠে আসে। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে জরুরিভিত্তিতে মশা মারতে আক্রান্ত এলাকাগুলোতে   মোটরযানে বা হেলিকপ্টারে করে কীটনাশক স্প্রে করা জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার, জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজনন সময়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং আবহাওয়ার পূর্বাভাষ ও জলাবায়ুর পরিবর্তনসাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে  হবে। চিকুনগুনিয়া প্রতিরোধে কীটতত্ত্ববিদ, পরিবেশবিদ, মেডিকেল ও ভেটেরিনারি পেশার এবং সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ ও গবেষক নিয়ে টিম গঠন করার তাগিদ দেন ভিসি।

সর্বশেষ খবর