সোমবার, ২৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বন্যায় ভেঙেছে গ্রামীণ সড়ক, কৃষি মাছের ব্যাপক ক্ষতি

ফেনী প্রতিনিধি

ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ডুবে যাওয়া ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করছে। পানির চাপে ভেঙে গেছে বেশকিছু গ্রামীণ সড়ক। নষ্ট হয়েছে রোপা আমন ও বীজতলা। ক্ষতিগ্রস্ত হয়েছেন মত্স্যচাষীরা।

প্রাথমিক তথ্য অনুযায়ী টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ভেসে সহস্রাধিক পুকুর ও মাছের ঘের। শুধু ফুলগাজীতে মত্স্য খামারিদের ক্ষতি হয়েছে প্রায় ছয় কোটি টাকার। এছাড়া দুই উপজেলায় দুই শতাধিক হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। অর্ধশতাধিক মুরগির খামার বন্যায় ভেসে গেছে। নদীর পানি কমলে ভাঙা অংশগুলো মেরামত করা হবে বলে বলেও জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গত বৃহস্পতিবার রাতে টানা বর্ষণ ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার ১১টি স্থানে ভাঙনে দেখা দেয়। এতে প্লাবিত হয় অন্তত ২৫ গ্রাম। ক্ষতিগ্রস্ত হয় কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি। তলিয়ে যায় ফেনী-পরশুরাম সড়ক।

সর্বশেষ খবর