সোমবার, ২৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

২৪ জুলাই সব পৌরসভায় কলম বিরতি ঘোষণা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে রংপুর বিভাগের ২৯টি পৌরসভার প্রায় আট শতাধিক পৌর কর্মকর্তা-কর্মচারী মহাসমাবেশ করেছে। সরকারি কোষাগার থেকে বকেয়াসহ বেতন-ভাতা প্রদান ও পেনশন চালুর দাবিতে এ সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট সফুরা বেগম রুমি এমপি। বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে মহাসমাবেশে বক্তারা বলেন, পৌর পরিষদ জনগণের কাছ থেকে বিভিন্ন কর বাবদ যে রাজস্ব আদায় করে তা দিয়ে স্থানীয় জনগণের উন্নয়নমূলক কর্মকাণ্ড যেমন রাস্তা-ঘাট, ড্রেন কালভার্ট, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি সেবামূলক কাজ করে আদায়কৃত রাজস্ব অর্থ শেষ করে। ফলে তারা পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিতভাবে বেতন-ভাতা পরিশোধ করতে পারেন না। পৌর কর্মকর্তা-কর্মচারীদের মাসের পর মাস বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করে। সমাবেশ থেকে দাবি আদায়ের জন্য ২৪ জুলাই দেশজুড়ে সব পৌরসভায় একযোগে আধাবেলা কর্মবিরতি পালন করার ঘোষণা দেওয়া হয়। সমাবেশে রংপুর বিভাগের ১৫টি পৌরসভার মেয়রগণও উপস্থিত ছিলেন। পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ ীয় কমিটির সভাপতি আবদুল আলীম মোল্লা, সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর