সোমবার, ২৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বঙ্গবন্ধুর এক খুনির পরিবারের দখল থেকে নদী উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বঙ্গবন্ধুর খুনি কর্নেল শাহরিয়ার রশিদ খানের পরিবারের অবৈধ দখল থেকে সরকারি নদী ও খাল উদ্ধার অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। বার বার নোটিস দেওয়ার পরও স্থাপনা না সরানোয় গতকাল বাড়ির কেয়ার টেকার ইকবাল হোসেনকে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের জেল দিয়েছেন। জানা যায়, খুনি শাহরিয়ার রশিদ খান, তার ভাই হেলাল খান, পুত্র আশরাফুল রশিদ খান  ও মামুনুর রশিদ খান সরকারি খাল, নদী ও হ্রদ ভরাট করে দৃষ্টিনন্দন বাড়ি, পুকুর , সুইমিং পুল, স্যুটিং স্পট নির্মাণ করেছে।  নিজেরা পুকুর কেটে প্রমোদ তরীও রেখেছে সেই পুকুরে। সরকারি জায়গায় এ ধরনের স্থাপনা নির্মাণে প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয় প্রায়ই। উপজেলা প্রশাসন এ সমস্ত বিষয়ে একাধিকবার নোটিস দিলেও সংশ্লিষ্টরা কর্ণপাত করেননি। উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সঙ্গে হেলাল খান নিজেকে বঙ্গবন্ধুর খুনি ‘শাহরিয়ারের ভাই’ বলে পরিচয় দেয়। উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম বলেন, তার এমন আচরণে আমি বিব্রতবোধ করছিলাম। পরে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের নির্দেশে প্রশাসন সরকারি খাস  নদী, খাল ও হ্রদ উদ্ধারের পদক্ষেপ গ্রহণ করে। নির্বাহী অফিসার জানান, সারা উপজেলায় সর্বমোট ৪১টি নদী, খালের অংশ পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।

সর্বশেষ খবর