মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালিত

প্রতিদিন ডেস্ক

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে সারা দেশের পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা গতকাল অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। এ সময় তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। প্রতিনিধিদের খবর—দিনাজপুর : দিনাজপুর পৌরসভার সামনে কর্মসূচিতে সভাপতিত্ব করেন মজিবর রহমান বাচ্চু। এ সময় বক্তৃতা করেন রফিকুল ইসলাম, রইচ উদ্দিন, হাবিবুর রহমান প্রমুখ। মেহেরপুর : মেহেরপুর পৌর চত্বরে সমাবেশে তৌফিকুল ইসলামের নেতৃত্বে তৌফিকুল ইসলাম, শাহিনুর রহমান রিটন, আল মামুন প্রমুখ অংশ নেন। ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে আমাদের এ দাবি নিয়ে আন্দোলন করছি। আশা করছি সরকার আন্তরিকতার সঙ্গে আমাদের দাবি মেনে নেবেন। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। পাবনা : পাবনায় মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর ১৯৭২ সালে সরকারি কর্মচারীদের ন্যায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তির নির্দেশ দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। আমরা অবিলম্বে তা বাস্তবায়নের দাবি জানাই। নোয়াখালী : নোয়াখালী পৌরসভার প্রধান ফটকে কর্মবিরতিতে উপস্থিত ছিলেন সুজিত বড়ুয়া, শ্যামল কুমার দত্ত, মাহবুবুর রহমান প্রমুখ। কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ বক্তৃতা করেন হাসান জাকির, শুভঙ্কর পাল, সিরাজুল ইসলাম মস্তান। বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার দাবি জানান। বগুড়া : কর্মবিরতিতে উপস্থিত ছিলেন আল মেহেদী হাসান, নজরুল ইসলাম প্রমুখ। তারা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার সমস্যা সমাধান করার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন। মাদারীপুর : মাদারীপুরে কর্মসূচিতে উপস্থিত ছিলেন খালিদ হোসেন ইয়াদ, খোন্দাকার আবু আহম্মদ, ফিরোজ ইলিয়াস, এইচএম হায়দার আলী। সভাপতিত্ব করেন শেখ আবুল কালাম। বাগেরহাট : বাগেরহাটে কর্মবিরতি ও মানববন্ধন করে বাগেরহাট পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যসোসিয়েশনের নেতারা। আন্যদিকে মোংলা পোর্ট পৌরসভা ও মোরেলগঞ্জে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া : কর্মবিরতি পালনকালে বক্তারা বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে কর্মকর্তা-কর্মচারীরা রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুবিধা ভোগ করছেন। একই মন্ত্রণালয়ের অধীনে পৌর কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভা থেকে বেতন-ভাতা উত্তোলন করেন। খাগড়াছড়ি : খাগড়াছড়িতে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন— জামাল হোসেন, অংক্য মং মারমা, উজ্জ্বল দে প্রমুখ।  দাউদকান্দি : কুমিল্লার দাউদকান্দিতে কর্মসূচিতে উপস্থিত ছিলেন মো. আ. আহাদ, কেএম সাহাদাৎ হোসেন, সৈয়দ মনিরুজ্জামান, পৌর প্রকোশলী আমজাদ হোসেন। কুষ্টিয়া : কুষ্টিয়া পৌরসভায় অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে। কর্মবিরতি চলাকালে গোলাম ছারয়ারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কামাল উদ্দিন, তানভীর আহমেদ প্রমুখ। নালিতাবাড়ী : শেরপুরের নালিতাবাড়ীতে কর্মবিরতি চলাকালে সভায় একেএম মোবাশ্বেরুল মঞ্জিল, জহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। এ সময় বক্তব্য রাখেন জেড এম আনোয়ার হোসেন, তাজুল ইসলাম, মুজাহিদুল ইসলাম তুষার, তোফায়েল আহাম্মদ, প্রকৌশলী জহিরুল ইসলাম, আব্দুল মতিন প্রমুখ।

সর্বশেষ খবর