মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নদীর প্রবাহ বন্ধ করে বালু উত্তোলন

আসাদুজ্জামান সুমন, ভালুকা

নদীর প্রবাহ বন্ধ করে বালু উত্তোলন

ভালুকায় খিরু নদীর পানি প্রবাহ বন্ধ করে তোলা হচ্ছে বালু —বাংলাদেশ প্রতিদিন

ময়মনসিংহের ভালুকায় খিরু নদীর পানি প্রবাহ বন্ধ করে বালু তোলার উৎসব চলছে। এতে নদী হারাচ্ছে নাব্যতা। সরেজমিন উপজেলার থানার মোড়ে গিয়ে দেখা যায়, প্রায় নদীর মাঝখান থেকে বালু ফেলছেন ব্যবসায়ীরা। নদীর দুই পাড় হয়ে পড়ছে একেবারে সরু। পানি প্রবাহে বাধা পড়ছে। বাহার ঢালী নামের এক বালু ব্যবসায়ী জানান, আমরা জমি ভাড়া নিয়ে বালু তুলছি। নাব্যতা হারালে কিছু করার নেই। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এআরএম শামছুর রহমান জানান,  খিরু নদী আমাদের অমূল্য সম্পদ। বালু উত্তোলনের ফলে পানি প্রবাহে যেমন বাধা পড়ছে তেমনই নদীটি নাব্যতা হারাচ্ছে। ভালুকা পৌর মেয়র একেএম মেজবা উদ্দিন কাইয়ুম জানান, নিষেধ করলেও তারা বাধা উপেক্ষা করে বালু উত্তোলন করছে। সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল জাকির বলেন, নদীর পাড়ে ব্যক্তি মালিকাধীন জমি রয়েছে। ফলে আমরা কিছু করতে পারি না। কেউ যদি সীমানা অতিক্রম করে সরকারি জমিতে বালু উত্তোলন করে তাহলে আমরা ব্যবস্থা নেব।

সর্বশেষ খবর