মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

এমপি রুস্তম আলী এক ঘণ্টা অবরুদ্ধ

পিরোজপুর প্রতিনিধি

এক অনুষ্ঠানে ছাত্রলীগ-যুবলীগ সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ায় মঠবাড়িয়ায় স্থানীয় এমপি ডা. রুস্তম আলী ফরাজীকে অবরুদ্ধ করে রাখা হয়। প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় এমপির ওপর হামলার অভিযোগ এনে ছাত্রলীগ নেতাসহ ১০ জনকে নামীয় ও ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। এক শিক্ষক জানান, সোমবার জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে সাপলেজা মডেল হাইস্কুলে সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র এমপি ডা. রুস্তম আলী ফরাজী। সভা চলাকালে এমপির একটি আপত্তিকর বক্তব্যে উত্তেজনা শুরু হয়। পরে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে তাকে অবরুদ্ধ করে রাখেন। এমপির অভিযোগ, অনুষ্ঠান চলাকালে শাপলেজা ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। এরমধ্যে দু-একজন ছাত্রলীগের নেতা-কর্মী থাকতে পারে। কি কারণে হামলা জানতে চাইলে বলেন, চেয়ারম্যানের চাল চুরিসহ নানা অপকর্মের বিরুদ্ধে তিনি সোচ্চার থাকায় এ হামলা হয়েছে।

এ ব্যাপারে জানতে মিরাজ মিয়াকে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ খবর