বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ফেনীর বানভাসি এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট

প্রতিদিন ডেস্ক

ফেনীর বন্যাকবলিত ১৫ গ্রামে খাবার ও পানীয়র তীব্র সংকট দেখা দিয়েছে। কুমিল্লায় পানিবন্দী হয়ে পড়েছেন চার উপজেলার লক্ষাধিক মানুষ। এছাড়া বাগেরহাট শহরসহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রতিনিধিদের খবর—

ফেনী : টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দাগনভূঞা উপজেলার প্লাবিত ১৫টি গ্রামে খাবার ও বিশুদ্ধ পানির হাহাকার দেখা দিয়েছে। ছোট ফেনী ও কাটাখালি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে গ্রামগুলো প্লাবিত হয়। এছাড়া উপকূলীয় সোনাগাজী উপজেলার ছোট ফেনী নদীর বেড়িবাঁধ না থাকায় গতকাল নতুন করে জোয়ারের পানিতে তিন ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যাকবলিত মহিলারা জানান, খাবার ও টয়লেটসহ নানা সমস্যায় দিন কাটছে। এলাকার টিউবওয়েলগুলো ডুবে যাওয়ায় কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে হয়। কুমিল্লা : বৃষ্টি ও ডাকাতিয়া নদীর পানি বেড়ে নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। নাঙ্গলকোট ও চৌদ্দগ্রামের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠায় অনেক কষ্ট করে ক্লাস করাতে দেখা গেছে শিক্ষার্থীদের। লাকসাম ও মনোহরগঞ্জের রাস্তা ডুবে গেছে ও বাড়িতে পানি প্রবেশ করেছে। ভেসে গেছে পুকুরের মাছ। এতে খামারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাগেরহাট : জেলা শহরসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অবিরাম বৃষ্টিতে খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। রাস্তাঘাটে যানবাহনও কম চলাচল করছে। পৌরসভায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে অভিযোগ পৌরবাসীর। টানা বর্ষণে আমনের বীজতলা তলিয়ে গেছে। কোথাও কোথাও ভেসে গেছে ঘেরের মাছ।

সর্বশেষ খবর