শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

২৫ কিলোমিটার যেতে ৯ ঘণ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি

যানজটের কবলে পড়ে নাকাল হয়ে পড়েছেন ঢাকা-উত্তরাঞ্চগামী যাত্রী ও চালকেরা। মাত্র ২৫ কিলোমিটার যেতে সময় লাগছে ৯-১০ ঘণ্টা। মহাসড়কের চান্দাইকোনা-হাটিকুমরুল থেকে নলকা ব্রিজ পর্যন্ত রাস্তায় খানা-খন্দ সৃষ্টি হওয়ায় এ দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। তিনদিন ধরে এ সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। রংপুর থেকে চট্টগ্রামগামী রাকিব এক্সপ্রেসের চালক আবদুল আজিজ জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর থেকে গাড়ি ছেড়ে রাত সাড়ে ১২টায় সিরাজগঞ্জের চান্দাইকোনা পৌঁছার পরই যানজটের কবলে পড়েছি। সারারাত গাড়ি চালিয়ে সকাল সাড়ে ৯টার দিকে নলকা মোড়ে পৌঁছেছি। মাত্র ২৫ কিলোমিটার পথ আসতে সময় লেগেছে ৯ ঘণ্টা। তিনি আরও জানান,  জীবনে এত দুর্ভোগে কখনো পড়িনি। রাজশাহী থেকে ঢাকাগামী জেআর পরিবহনের যাত্রী ফারুক ও রবিউল বলেন, ‘জীবনে এত কষ্টদায়ক ভ্রমণ কখনো করিনি।’ নলকা ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার জানান, দুই দিন ধরেই নলকা ব্রিজের কাছে তীব্র যানজট। এ যানজট ছড়িয়ে পড়েছে সিরাজগঞ্জের সব মহাসড়কে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী জানান, রাত দুটো পর্যন্ত কাজ করেছি। আজও যানজটের অবস্থা তেমনি রয়েছে। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল জানান, নলকা সেতু ও হাটিকুমরুল গোলচত্বর সংস্কার চলছে। বৈরী আবহাওয়ার কারণে কাজ দ্রুত সম্পন্ন করা যাচ্ছে না। কাজ শেষ হতে আরও ১০-১২ দিন লাগবে।

সর্বশেষ খবর