বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নিলাম হচ্ছে ৮০০ কনটেইনার ৫০ বিলাসবহুল গাড়ি

মংলা বন্দরে পণ্যজট

বাগেরহাট প্রতিনিধি

মংলা বন্দরের পণ্যজট কমাতে শিগগিরই প্রায় ৮০০ কনটেইনার ও ৫০টি বিলাসবহুল গাড়ি নিলামের উদ্যোগ নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। সময়মতো আমদানিকারকরা পণ্য ছাড় করিয়ে না নেওয়ায় এবং দীর্ঘদিন বন্দর জেটি, ইয়ার্ডে পড়ে থেকে জট সৃষ্টি হওয়ায় এগুলো নিলামের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। মংলা কাস্টমস সূত্র জানায়, ২-৩ বছরের বেশি সময় ধরে বন্দর জেটি, ইয়ার্ডসহ বিভিন্ন স্থানে প্রায় ৮০০ কন্টেইনার ও পাঁচ বছর ধরে শেড, কার ইয়ার্ডে ৫০টি রিকন্ডিশন নামিদামি গাড়ি পড়ে আছে। এসব পণ্যের মালিক/আমদানীকারকরা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও সেগুলো ছাড় করাননি। নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যে আমদানিকৃত পণ্য ছাড় করিয়ে না নিলে সরকারই এর মালিক হয়ে যায়। ৩০ দিন পর ওইসব পণ্যের নিলাম দেওয়ার বিধিবিধান রয়েছে। কিন্তু নানা জটিলতার কারণে গত এক বছর নিলাম অনুমোদন বন্ধ ছিল। মংলা কাস্টমস হাউসে নবনিযুক্ত কাস্টমস কমিশনার মারগুব আহমদ দায়িত্ব গ্রহণের পর নিলাম কার্যক্রম পুনরায় চালু করেছেন। বন্দর ব্যবহারকারী এইচএম দুলাল অভিযোগ করেন, কতিপয় গাড়ি আমদানিকরাক এ বন্দরকে গ্যারেজ হিসেবে ব্যবহার করছেন। গাড়ি এনে বছরের পর বছর ফেলে রেখে জটলার সৃষ্টি করে চলেছেন। শুধু নিলাম নয়, এদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। মংলা কাস্টমস হাউসের কমিশনার  মারগুব আহমদ বলেন, ‘দিনকে দিন এ বন্দরের কার্যক্রম ও গুরুত্ব বেড়ে চলেছে। বৃদ্ধি পাচ্ছে পণ্য হ্যান্ডেলিংয়ের পরিমাণও। তাই বন্দরের চলমান কন্টেইনার ও গাড়ির জট কমানোর জন্যই নিলামের এ উদ্যোগ।’ মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান একেএম ফারুক হাসান বলেন, ‘বন্দরের কন্টেইনার ও গাড়ির জট কিভাবে কমানো যায় সে বিষয়ে কাস্টমসসহ সংশ্লিষ্ট দফতরে আলাপ-আলোচনা চলছে। আলোচনার পরিপ্রেক্ষিতেই কাস্টমস কর্তৃপক্ষ বেশকিছু কন্টেইনার ও গাড়ি নিলামের উদ্যোগ নিয়েছে। এতে জট কমার পাশাপাশি বন্দরে অনেক খালি জায়গা সৃষ্টি হবে। বন্দর ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে এ বন্দর ব্যবহার করতে পারবেন।’

সর্বশেষ খবর