বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

স্কুলের পরিত্যক্ত ভবনে তিন বছর ধরে শিক্ষা কার্যক্রম

ভাঙ্গা প্রতিনিধি

স্কুলের পরিত্যক্ত ভবনে তিন বছর ধরে শিক্ষা কার্যক্রম

তুজারপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে শিশুরা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর গ্রামের তুজারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি দীর্ঘদিন জরাজীর্ণ। উপজেলা শিক্ষা কমিটি ২০১৪ সালের ২৭ এপ্রিল ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। এরপরও প্রায় সাড়ে তিন বছর ধরে ঝুঁকিপূর্ণ ওই ভবনে চলছে শিক্ষাকার্যক্রম। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৬ এপ্রিল ক্লাস চলাকালে ভবনের ছাদের পলেস্তরা ধসে দুই শিক্ষার্থী আহত হয়। এরপর ২৭ এপ্রিল উপজেলা শিক্ষা কমিটি ভবনটি ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষণা করেন। বর্তমানে বিদ্যালয়ে ২১০ জন শিক্ষার্থী এবং পাঁচজন শিক্ষক কর্মরত আছেন। পঞ্চম শ্রেণির ছাত্র সাইম শেখ বলে, ‘আমরা বিদ্যালয়ে সব সময় ভয়ে থাকি।’ অভিভাবক বিল্লাল হোসেন বলেন, ‘সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছি। দ্রুত নতুন ভবন নির্মাণ না করলে অনেক অভিভাবক তার সন্তান অন্য স্কুলে ভর্তি করাবেন।’ শিক্ষক দুলালী বেগম বলেন, ‘বিদ্যালয়ে এসে প্রতিটি মুহূর্তে আমরা আতঙ্কে থাকি।’ প্রধান শিক্ষক দিলীপ কুমার জানান, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করলেও কোনো ফল পাইনি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের ভাষ্য, ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। এত খারাপ অবস্থা, যে কোনো সময় ধসে পড়তে পারে। বিকল্প ব্যবস্থা না থাকায় বন্ধও করে দিতে পারছি না।

সর্বশেষ খবর