শিরোনাম
বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

চৌহালীর সেই বাঁধে আবারও ধস

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর তীর সংরক্ষণে নির্মাণাধীন সেই বাঁধে আবারও ধস নেমেছে। এ নিয়ে গত তিন মাসে বাঁধটির বিভিন্ন পয়েন্টে ১১ বার ধস ও ভাঙন দেখা দিল। এতে সাত কিলোমিটার দীর্ঘ বাঁধটির প্রায় এক কিলোমিটার ধসে গেছে। এর আগে ২ ও ১৬ মে, ৮ ও ২৩ জুন ৩, ৭, ১৯, ২০, ২১ ও ২৩ জুলাই বাঁধটির বিভিন্ন অংশে ভাঙন দেখা দেয়। জানা যায়, বুধবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত খাস কাউলিয়া মিয়ারপাড়া এলাকায় বাঁধের অন্তত ২৫ মিটার এলাকা ধসে সিসি ব্লক নদীতে বিলীন হয়ে যায়। বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির কারণেই বার বার ধস নামছে বলে অভিযোগ এলাকাবাসীসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার। ২০১৫ সালে যমুনার ভাঙন থেকে টাঙ্গাইল সদর, নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালী রক্ষায় ১০৯ কোটি টাকা ব্যয়ে সাত কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজ শুরু হয়। ইতিমধ্যে প্রকল্পের প্রায় ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে ১১ দফায় বাঁধের বিভিন্ন পয়েন্টে ধস দেখা দেয়। সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজন বালুভর্তি জিওব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ধস ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চৌহালীর ইউএনও জানান, বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

সর্বশেষ খবর