বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

অতিবৃষ্টিতে ভোগান্তি

টাঙ্গাইল ও মুন্সীগঞ্জ প্রতিনিধি

টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে টাঙ্গাইলের সাধারণ মানুষের জীবনযাত্রা। বেশি ভোগান্তিতে আছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। কাজের খোঁজে শ্রম বিক্রির হাটে হাজির হয়েও কাজ পাচ্ছে না দিনমজুরেরা। নিজের ও পরিবারের আহার জোগার করতে হিমশিম খেতে হচ্ছে এদের। টাঙ্গাইলের বিভিন্ন শ্রম বিক্রির হাটে খোঁজ নিয়ে জানা যায়, কয়েক দিনের বৃষ্টিতে স্বল্প আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে। বাড়িঘর, মাঠে পানি ও অবিরাম বৃষ্টির কারণে দিনমজুরদের উপার্জন বন্ধ হয়ে গেছে। বৃষ্টি উপেক্ষা করে কাজের খোঁজে ঘুরের বিমুখ হতে হচ্ছে তাদের। এদিকে মুন্সীগঞ্জের কয়েকটি উপজেলার হাজার হাজার মানুষ টানা বর্ষণে দুর্ভোগে পড়েছেন। সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কাগজী পাড়া এলাকায় রাস্তা ও বাড়ির আশেপাশে পানি জমে থাকায় সাত দিন ধরে আটকা রয়েছেন শত শত বাড়ির বাসিন্দারা। এছাড়া টংড়িবাড়ি উপজেলার বালিগাঁও বাজার সড়কটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর