বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সীমান্তে হত্যা হলে করিডোর বন্ধ

—— বিজিবি মহাপরিচালক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে কেউ হত্যার শিকার হলে ওই করিডোর বন্ধ করে দেওয়া হবে।

তিনি গতকাল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী সীমান্তে ‘সীমান্ত অপরাধ, চোরাচালান ও মাদক প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি বাংলাদেশি রাখালদেরকে সীমান্ত অতিক্রম করে গরু আনতে না যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশি রাখালরা যেন সীমান্ত অতিক্রম করে গরু আনতে না যায়। তারা যেন শূন্যরেখা থেকে গরু নিয়ে আসে। এজন্য রাখালদের করিডোরের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। তিনি উল্লেখ করেন, সামনে নির্বাচন। এ সময় সন্ত্রাসীরা নানা প্রস্তুতি নেয়। এটা অস্ত্র আসার মৌসুম। তাই গরুর সঙ্গে যাতে অস্ত্র চোরাচালান না হয়- সেদিকে সবাইকে নজর রাখতে হবে। বিজিবির ৫৯ ব্যাটালিয়ন এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ।

সর্বশেষ খবর