শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ফেনীতে বাড়ছে পানি বাড়ছে দুর্ভোগ

প্রতিদিন ডেস্ক

ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে জনদুর্ভোগ। বাগেরহাটের শরণখোলায় ভারী বর্ষণ ও জোয়ারে পানিবন্দী হয়ে পড়েছেন ২০ হাজার মানুষ। বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় আমনের বীজতলা নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন ৫১ হাজার কৃষক। প্রতিনিধিদের পাঠানো খবর—

ফেনী : দাগনভূঞা উপজেলায় ১৫-১৬টি গ্রামে বন্যা পরিস্থিতির অবনতি রয়েছে। ফলে বেড়েছে জনদুর্ভোগ। এদিকে সদর উপজেলার পাঁচটি গ্রামের বিভিন্ন ঘরবাড়ি গতকাল নতুন করে ডুবে গেছে। ফেনী-কৈখালী সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। দাগনভূঞা সিকান্দরপুর, কৈখালী, শরিফপুর, গৌতমখালীসহ ১৫ গ্রামের মানুষ এখনো রয়েছেন আশ্রয় কেন্দ্রে রয়েছে। সদর উপজেলার উত্তর আবুপুর, মধ্যম আবুপুর, দক্ষিণ আবুপুর, নতুন খানে বাড়িসহ পাঁচটি গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন। এক সপ্তাহ ধরে তারা পানিবন্দী থাকলেও কোনো ত্রাণ সহায়তা পায়নি। দিন দিন পানি বাড়তে থাকায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। আমতলী : গত আট দিনের অতিবর্ষণে আমতলী ও তালতলী উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে আমনের বীজতলা নষ্ট হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন ৫১ হাজার কৃষক। অনেক স্থানের বীজতলা পানির নিচে থাকায় বীজ পচন ধরেছে। কৃষকরা জানান পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর