শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মুক্তামণির পর বিরল রোগে আক্রান্ত আরেক শিশু

সাতক্ষীরা প্রতিনিধি

মুক্তামণির পর বিরল রোগে আক্রান্ত আরেক শিশু

মুক্তামণির পর আরেক বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায় সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামের ১০ মাসের শিশু ইব্রাহীম। তার গলায় ও যৌনাঙ্গে বড় ধরনের ক্ষত সৃষ্টি হয়েছে। ক্ষতস্থানে ধরেছে পচন। বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল ও ভারতে চিকিৎসা করালেও ডাক্তাররা রোগ নির্ণয় করতে পারছেন না। তিন মাস ধরে চিকিৎসা চললেও অবস্থার উন্নতি হয়নি। এখন অর্থাভাবে ছেলের চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে ফল বিক্রেতা জয়নাল আবেদীনের। জানা যায়, সাত মাস বয়সে ইব্রাহীমের গলায় ছোট ক্ষতের চিহ্ন দেখা দেয়। সেটি ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়। তাতে কাজ না হওয়ায় ঢাকার শমরিতা হাসপাতাল ও পরে সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিয়েও ফল মেলেনি। এরই মধ্যে শিশুটির যৌনাঙ্গে আরেকটি ক্ষত দেখা দেয় এবং সেটি ক্রমে বড় হতে থাকে। এখন সারাক্ষণ যন্ত্রণায় ছটফট করছে শিশুটি। প্রস াব করার সময় ব্যথা আরও বেড়ে যায়।  সাতক্ষীরা মেডকেলের সহকারী অধ্যাপক ডা. জিএম নাসিরউদ্দিন জানান, এটি বিরল রোগ। প্রাথমিকভাবে মনে হচ্ছে ক্রোনিক গ্রানুলোম্যাটাস ডিসিস উইথ সেকেন্ডারি নিক্রোটাইসিং আলসার। তবে রোগটি সঠিকভাবে নির্ণয়ের জন্য শিশু ও ক্যান্সার বিশেষজ্ঞদের নিয়ে বোর্ড গঠন করা দরকার। এ রোগের চিকিৎসা বাংলাদেশে আছে বলেও জানান তিনি। ভারতে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর সেখানকার ডা. অনু কোরুলা বলেন, ‘বোন মেরু পরিবর্তন ছাড়া তাকে সুস্থ করা সম্ভব নয়। এ চিকিৎসা বাংলাদেশ টাকায় ৪০-৪৫ লাখ টাকা প্রয়োজন’। জয়নাল আবেদিন বলেন ‘ছেলের পেছনে সব অর্থ-সম্পদ চলে গেছে। আমি এখন নিস্ব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর