শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সিরাজগঞ্জে ৫০ কিলোমিটার সড়কের অচলাবস্থা কাটেনি

সিরাজগঞ্জ প্রতিনিধি

খানা-খন্দের কারণে সিরাজগঞ্জের ৫০ কিলোমিটার মহাসড়ক যানজটে অচল হয়ে পড়েছে।  তিনদিন ধরে চলছে এ অবস্থা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ১৯, হাটিকুমরুল থেকে বগুড়া মহাসড়কের চান্দাইকোনা পর্যন্ত ২০ ও বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ বাজার পর্যন্ত ১১ কিলোমিটার জুড়ে এ যানজট সৃষ্টি হয়েছে। এতে উত্তরাঞ্চল-ঢাকাগামী হাজার হাজার মানুষ গন্তব্যে পৌঁছতে অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন।  জানা যায়, চলতি সপ্তাহে টানা বর্ষণের কারণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে খানা-খন্দ বেড়ে যায়। গত তিন দিন ধরে যানজট ভয়াবহ আকারে রূপ নেয়। সিরাজগঞ্জ সওজ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, হাটিকুমরুল গোলচত্বরের একটি লেনের কাজ আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে শেষ হবে। সন্ধ্যার পর ওই লেনটি যান চলাচলের জন্য খুলে দিলে কিছুটা যানজট কমবে। হাটিকুমরুল গোলচত্বর ও নলকা সেতুর কাজ শেষ হবে আগস্টের মাঝামাঝিতে। এ পর্যন্ত কমবেশি যানজট থাকবে।

সর্বশেষ খবর