শনিবার, ২৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ফেনীতে জলাবদ্ধতার মূল কারণ নদীতে বাঁধ

ফেনী প্রতিনিধি

গত কয়েক দিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে  নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর দাগনভূঞা উপজেলায় প্লাবিত ১৫টি গ্রাম ও ফেনী সদর উপজেলার পাঁচটি গ্রামের বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নদীতে বাঁধ দিয়ে মাছ ধরার ফলে পানি নামতে পারছে না গ্রামগুলো থেকে। এছাড়া ফেনী-কৈখালী সড়কে যান চলাচলও বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, ছোট ফেনী নদী, কাটাখালি নদী ও ডাকাতিয়া খালে মাছ ধরার জন্য বাঁধ দিয়ে রাখায় এলাকাগুলো থেকে এখনও জোয়ারের পানি নামতে পারছে না। যার কারণে মানুষের বাড়ি-ঘর থেকে এখনও পানি নামেনি। অসহনীয় দুর্ভোগের মধ্যে তারা দিন কাটাচ্ছে। দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঞা জানান, সিন্দুরপুর ইউনিয়নের সিকান্দরপুর, কৈখালাী, শরিফপুর, গৌতমখালী, রাজাপুর ইউনিয়নের কয়েকটি গ্রামসহ ১৫টি গ্রামে পানি অপরিবর্তিত রয়েছে। এখনও ওই গ্রামের বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর