শনিবার, ২৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বালু উত্তোলনে ভেঙে পড়ছে ফসলি জমি বাড়ি-ঘর

কুমিল্লা প্রতিনিধি

নদীর পাড় ঘেঁষে বালু উত্তোলনে ভেঙে পড়ছে কুমিল্লার মেঘনা উপজেলার ১০টি গ্রামের ফসলি জমি, বাড়ি-ঘর। এ নিয়ে এলাকাবাসী কুমিল্লা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তালতলীর রমিজ উদ্দিন, রকিব উদ্দিনসহ স্থানীয়রা জানান, নদীর পাড় ঘেঁষে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় উপজেলার মেঘনা নদীপাড়ের তালতলী, রতনপুর,  মোল্লাকান্দি, ঠাকুরকান্দি, নালিতাপাড়া ও বটতলীসহ ১০টি গ্রামের জমি ও বাড়ি-ঘর নদীতে ভেঙে পড়ছে। মেঘনার পাশের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার স্বপন চেয়ারম্যান নামে এক ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করছেন। অভিযোগের বিষয়ে স্বপন চেয়ারম্যান বলেন, আমার প্রতিদ্বন্দ্বীরা এসব অপপ্রচার করছেন। বালু উত্তোলনে কারও কোনো ক্ষতি হচ্ছে না। মেঘনার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভীন বলেন, বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখব। বালু উত্তোলনে ফসলি জমি ও বাড়ি-ঘরের ক্ষতি হলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর