রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

কাঙ্ক্ষিত চিকিৎসা না পেয়ে রোগীদের বিক্ষোভ

মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা না পেয়ে বিক্ষোভ করেছেন বহির্বিভাগের কয়েকশ রোগী। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ বিক্ষোভ করেন সেবাবঞ্চিতরা। সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন মুঠোফোনে তাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। বিক্ষোভকারীরা জানান, শনিবার সকালে উপজেলার বিভিন্ন চর এবং প্রত্যন্ত এলাকা থেকে কয়েকশ রোগী স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে ভিড় করেন। এ সময় একজন মাত্র মেডিকেল অফিসার বিপুল সংখক রোগীর চিকিৎসা সেবা দিচ্ছিলেন। এতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে বিক্ষুব্ধ হন তারা। একপর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কয়েকটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। পদায়নকৃত চিকিৎসকরাও প্রায়ই অনুপস্থিত থাকেন। এ কারণে রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্সে কাঙ্ক্ষিত চিকিৎসা না পেয়ে অনেকে নিরাশ হয়ে ফিরে যান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম নাজমুল আহসান জানান, বর্তমানে তিনিসহ চারজন চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। শনিবার বহির্বিভাগে দুজন ডাক্তার চিকিৎসাসেবা দিচ্ছিলেন। রোগী ছিল অনেক বেশি। এ সময় চিকিৎসা সেবাবঞ্চিত হয়ে কিছু রোগী হৈ-চৈ করেন।

সর্বশেষ খবর